শুক্রবার | ১৭ অক্টোবর | ২০২৫

ওয়াশিংটনে অবস্থিত আফগান দূতাবাস ফেরত চায় তালেবান সরকার

আফগানিস্তানের ডেপুটি তথ্যমন্ত্রী ও মুখপাত্র মাওলানা জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ওয়াশিংটনে অবস্থিত আফগান দূতাবাস ইমারাতে ইসলামিয়ার কাছে হস্তান্তরের জন্য আমেরিকাকে প্রস্তাব দেওয়া হয়েছে।

মাওলানা মুজাহিদ বলেন, “আমরা সময় সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখি। যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন, একজন মার্কিন প্রতিনিধি কাবুলে এসেছিলেন এবং আমাদের প্রতিনিধিরাও যখন কাতার বা অন্য কোথাও যান, তখন তারা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। আমরা তাদের কাছে আনুষ্ঠানিক স্বীকৃতির অনুরোধ জানিয়েছি এবং একই সঙ্গে এ কথাও বলেছি যে আমেরিকায় অবস্থিত আফগানিস্তানের দূতাবাস আমাদের কাছে হস্তান্তর করা হোক। যদিও এখনো কোনো ইতিবাচক জবাব পাইনি; তবে আফগান জনগণ তাদের ন্যায্য অধিকার চায়।”

রবিবার (১০ আগস্ট) তালেবানের কাবুল বিজয়ের চতুর্থ বার্ষিকীকে কেন্দ্র করে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মাওলানা মুজাহিদ বলেন, “আফগানিস্তানের কোনো দেশের সঙ্গে কোনো বিরোধ নেই এবং আমরা সবার সঙ্গে সুসম্পর্ক চাই। রাশিয়া আফগানিস্তানের এই মনোভাব বুঝেছে এবং এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে ও সুযোগটি কাজে লাগিয়েছে। আমরা অন্যান্য দেশকেও আহ্বান জানাই যে তারা এমন সাহসী পদক্ষেপ গ্রহণ করুক এবং আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ঘোষণা করুক।”

সূত্র : তোল নিউজ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img