বিধ্বস্ত গাজ্জায় হামলার মাত্র বাড়িয়ে যুদ্ধ শেষ করতে চান ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ লক্ষ্যে সামরিক আগ্রাসন আরও তিব্র করার ঘোষণা দিয়েছেন তিনি।
তিনি বলেন, এটাই যুদ্ধ দ্রুত শেষ করার সেরা উপায়।
রবিবার (১০ আগস্ট) জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নেতানিয়াহু বলেন, এই হামলা অল্প সময়ের মধ্যেই শুরু হবে এবং এর উদ্দেশ্য গাজ্জা সিটি ও আল মাওয়াসির কেন্দ্রীয় শিবিরে থাকা দুই হামাস ঘাঁটি ধ্বংস করা। এ ছাড়া, বেসামরিকদের সরিয়ে নিতে নিরাপদ করিডর ও সেফ জোন তৈরি করা হবে। বর্তমানে গাজ্জার ৭০-৭৫ শতাংশ এলাকা ইসরাইলের সামরিক নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য গাজ্জা দখল নয়, বরং এমন একটি বেসামরিক প্রশাসন গঠন করা যা হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত নয়। আমরা যুদ্ধ জয় করব, অন্যদের সমর্থন থাকুক বা না থাকুক।









