বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে: ইউক্রেন

spot_imgspot_img

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ইয়লটা ইউরোপিয়ান সামিট স্ট্র্যাটেজি বা ইয়েস-এর সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি মনে করি সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা রয়েছে। যদি যুদ্ধ না হতো তাহলে ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সম্ভাবনাই দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, সত্যিকার অর্থে পুতিনকে নিয়ে ভাবনার সময় আমার নেই। আমার কাছে মনে হয়, তারা যৌক্তিকভাবে সমস্যা সমাধানে আগ্রহী নন। যুদ্ধ শেষ এবং দ্রুত সমস্যা সমাধানে তাদের কোনো পদক্ষেপ দেখছি না।

সম্প্রতি আমেরিকা থেকে ইউক্রেন অস্ত্র ও সামরিক সহায়তা পেয়েছে বলে দাবি তুলেছে রাশিয়া। মস্কো বলছে, মার্কিন অস্ত্রের চালান পাওয়ার পর ইউক্রেন বিপজ্জনক আচরণ করতে পারে, যার জন্য তাদেরকে অনুতপ্ত হতে হবে। শান্তি আলোচনার ব্যাপারে তারা আগ্রহ হারিয়েছে।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img