শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

সুদানের রাজধানীতে বিমান হামলায় নিহত ৪০

সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাজধানী খার্তুমের দক্ষিণ অঞ্চলে অবস্থিত মায়ো পাড়ার একটি বাজারে এ হামলার ঘটনা ঘটে।

হামলাটি এমন সময়ে হয়েছে ঠিক যখন, সুদানী সেনাবাহিনী ও দেশটির আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে রাজধানী জুড়ে প্রচণ্ড লড়াই চলছে।

তবে এ হামলার জন্য কোন গোষ্ঠী দায়ী তা এখনো নিশ্চিত করা যায়নি।

আধাসামরিক বাহিনী আরএসএফ এ হামলার জন্য দেশটির সেনাবাহিনীকে অভিযুক্ত করেছে। তবে অভিযোগের বিষয়ে দেশটির সেনাবাহিনী এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেখায়নি।

সুদানের চিকিৎসকরা জানিয়েছেন, গত এপ্রিলে শুরু হওয়া দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যেকার সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে হাজার হাজার নাগরিক।

মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় বেশ কয়েকটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও তা সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানী খার্তুম ও তার আশেপাশের এলাকা জুড়ে আর্টিলারি হামলার ঘটনা ঘটে। এ হামলায় দেশটির ৩২ জন সাধারণ নাগরিক প্রাণ হারান। এছাড়াও আহত হন কয়েক ডজন নাগরিক।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img