বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

আরতুগ্রুল গাজীর মৃত্যুবার্ষিকী পালন করলো তুরস্ক

উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান গাজীর পিতা আরতুগ্রুল গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তুরস্কের মধ্য পশ্চিম অঞ্চলের বিলেসিক প্রদেশের সোগুত জেলায় অবস্থিত তার সমাধিস্থলে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত স্বরণসভায় তুরস্কের উর্ধ্বতন কর্মকর্তা ও হাজার হাজার নাগরিক উপস্থিত ছিলেন।স্মরণ সভায় বক্তব্য রাখেন দেশটির পার্লামেন্টের স্পিকার নোমান কুরতুলমুস।

ঐক্য ও পারস্পারিক নির্ভরতার প্রতি জোর দিয়ে তিনি বলেন, “আমরা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ যুগের দ্বারপ্রান্তে অবস্থান করছি। আজ আমরা আরতুগ্রুল গাজীর ৭৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একত্রিত হয়েছি। যার মাধ্যমে আমরা শুধুমাত্র অতীতের কথাই স্বরণ করি না বরং ভবিষ্যতের দিকেও দৃষ্টি প্রদান করি।”

তিনি আরো বলেন, “আমাদের পূর্বপুরুষরা আল্লাহর সাহায্যে দীর্ঘ ৬ শতাব্দী জুড়ে শান্তি ও সমৃদ্ধির যুগ প্রতিষ্ঠা করেছিল যাকে পশ্চিমারা ‘প্যাক্স অটোমানা’ নামে অভিহিত করে থাকে। তাই আমাদের কর্তব্য হল কঠোর পরিশ্রম, দোয়া ও প্রচেষ্টার মাধ্যমে আগামী শতাব্দীকে তুরস্ককে একটি শক্তিশালী ও প্রভাবশালী যুগের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এটি অর্জনের জন্য আমরা সবাই একসাথে কাজ করব।”

নোমান কুরতুলমুস বলেন, “আমরা এমন একটি জাতি যার শেকড় অতীতে নিহিত রয়েছে। এবং এটি উসমানীয় সাম্রাজ্যের গাছের মত ভবিষ্যতেও পৌঁছে যাবে। ইতিমধ্যে আমরা বিভিন্ন অঞ্চলজুড়ে সাফল্য অর্জন করেছি। এছাড়াও পুরো শতাব্দী জুড়ে বিশ্বের প্রতিটি কোণায় কোণায় প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছি। শুধু তাই নয় আমরা এমন একটি জাতির উত্তরসূরী যারা গোটা বিশ্ব শাসন করেছে।”

এ অনুষ্ঠানে আরো যোগ দেন বিলেসিক প্রদেশের গভর্নর শেফিক আইগোল, সোগুত জেলার মেয়র ইসমেত সেভার ও স্থানীয় কর্মকর্তারা।

উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের পিতা আরতুগ্রুল গাজীর জীবন সম্পর্কে খুব কমই জানা যায়। ধারণা করা হয় ১২৮১ খ্রিস্টাব্দে তিনি বর্তমান তুরস্কের সোগুত জেলায় মৃত্যুবরণ করেন।

ঐতিহাসিক এই মহান ব্যক্তির স্মরণে প্রতিবছর তুরস্কের সোগুত জেলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও তার চরিত্র অনুকরণে নির্মিত হয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় তুর্কি টিভি সিরিজ ‘দিরিলিস আরতুগ্রুল।’

যার ধারাবাহিকতায় পরবর্তীতে নির্মিত হয় ‘কুরুলুস উসমান।’ যিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম সুলতান।

উল্লেখ্য, ওঘুজ তুর্কিদের দ্বারা প্রতিষ্ঠিত উসমানীয় সাম্রাজ্য আফ্রিকা, এশিয়া ও ইউরোপ মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল। এছাড়াও ৬০০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে পরিচিত ছিল সাম্রাজ্যটি।

সূত্র: ডেইলি সাবাহ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ