বৃহস্পতিবার | ১১ সেপ্টেম্বর | ২০২৫

১৯৬৭ সালের পর প্রথমবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ হুসাইন আল-শারাআ আল-জুলানী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেবেন। নিউইয়র্ক সিটিতে ২২ থেকে ৩০ সেপ্টেম্বর ‘হাই-লেভেল উইক’ নির্ধারিত রয়েছে; তিনি এতে অংশ নেবেন।

প্রেসিডেন্ট আহমাদ শারাআর সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী আসআদ হাসান আল-শিবানি এবং উচ্চপর্যায়ের একটি কূটনৈতিক প্রতিনিধি দল।

১৯৬৭ সালের পর এই প্রথম কোনো সিরীয় প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিচ্ছেন। একই সঙ্গে এটাই সিরিয়ার প্রথম ‘হাই-লেভেল উইক’ অংশগ্রহণ।

প্রেসিডেন্ট আহমাদ শারাআ এবং পররাষ্ট্রমন্ত্রী আল-শিবানি সাধারণ অধিবেশনের পাশাপাশি বিভিন্ন বৈঠক ও আয়োজনে অংশ নেবেন। পাশাপাশি তারা সাধারণ পরিষদে যোগ দেওয়া দেশগুলোর রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।


সূত্র : সানা

spot_img
spot_img

এই বিভাগের

spot_img