বৃহস্পতিবার | ১১ সেপ্টেম্বর | ২০২৫

দোহায় ইসরাইলের সন্ত্রাসী হামলা; জরুরী সম্মেলন ডাকছে কাতার

দোহায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী হামলার জেরে জরুরী সম্মেলন ডাকছে কাতার।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হামাস নেতাদের হত্যা করতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে দোহায় সন্ত্রাসী হামলা চালানোয় জরুরী সম্মেলন আয়োজন করতে যাচ্ছে কাতার।

আগামী রবি ও সোমবার দোহায় এই সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। একতরফাভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালিয়ে যাওয়া অবৈধ রাষ্ট্রটির বিরুদ্ধে পদক্ষেপ নিতে জরুরী ভিত্তিতে এই শীর্ষ সম্মেলন ডাকছে দেশটি।

এর আগে গত ৯ আগস্ট খালেদ মিশাল, ড. খলিল হাইয়া ও জাহের জাব্বারিনদের ন্যায় হামাসের শীর্ষ নেতাদের হত্যা করতে দোহায় অতর্কিত সন্ত্রাসী হামলা চালায় ইসরাইল। দোহায় হামাস নেতাদের বাসভবন লক্ষ্য করে ১২টি রকেট ছোড়া হয়। এতে বেশ ক’জন হতাহতের ঘটনা ঘটলেও হামাস নেতারা প্রাণে বেঁচে যান।

সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে ড. খলিল হাইয়ার নেতৃত্বাধীন প্রতিনিধি দল, যারা যুদ্ধবিরতির লক্ষ্যে ট্রাম্পের প্রস্তাবনা পর্যালোচনার জন্য একটি বৈঠকে বসেছিলেন, তাদের অক্ষত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।

কাতার অবৈধ রাষ্ট্রটির এমন কর্মকাণ্ডকে সন্ত্রাসী ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে কঠোর ভাষায় নিন্দা জানায়। ইসরাইলের এমন কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলে তীব্র ক্ষোভ প্রকাশ করে।

এছাড়া অসংখ্য দেশ ও জাতিসংঘের ন্যায় আন্তর্জাতিক সংস্থাও কঠোরভাবে ইসরাইলের এই হামলার নিন্দা জানায়।

অপরদিকে ইসরাইল এই হামলায় আমেরিকার নূন্যতম সংশ্লিষ্টতাও ছিলো না বলে দাবী করে।কাতারে পরিচালিত সন্ত্রাসী হামলাকে একান্তই নিজেদের বলে বিবৃতি দেয়।

বিবৃতিতে দম্ভভরে বলা হয়, হামাস শীর্ষ নেতাদের হত্যা করতে কাতারে পরিচালিত অভিযানের পরিকল্পনা ও এর বাস্তবায়ন একান্তই ইসরাইলের। সম্পূর্ণ নিজ উদ্যোগে কাতারে হামলা চালানো হয়েছে। তাই ইসরাইল এর পূর্ণ দায়ভার গ্রহণ করছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img