কাতারের রাজধানী দোহায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত সন্ত্রাসী হামলায় শহীদদের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহহাব জামে মসজিদে শহীদদের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযায় দেশটির আমির শেখ তামিম বিন হাম্মাস আলে সানী সহ বিভিন্ন দেশের নেতারা উপস্থিত ছিলেন।
জানাযা শেষে শহীদদের নিকটস্থ মুসাইমির নামক কবরস্থানে নিয়ে যাওয়া হয় এবং শ্রদ্ধার সাথে দাফন করা হয়।
এর আগে, ৯ আগস্ট খালেদ মিশাল, ড. খলিল হাইয়া ও জাহের জাব্বারিনদের ন্যায় হামাসের শীর্ষ নেতাদের হত্যা করতে দোহায় অতর্কিত সন্ত্রাসী হামলা চালায় ইসরাইল। দোহায় হামাস নেতাদের বাসভবন লক্ষ্য করে ১২টি রকেট ছোড়া হয়। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটলেও হামাস নেতারা প্রাণে বেঁচে যান।
সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে ড. খলিল হাইয়ার নেতৃত্বাধীন প্রতিনিধি দল, যারা যুদ্ধবিরতির লক্ষ্যে ট্রাম্পের প্রস্তাবনা পর্যালোচনার জন্য একটি বৈঠকে বসেছিলেন, তাদের অক্ষত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।
তবে তদন্ত শেষে কাতার জানায়, খলিল হাইয়ার ছেলে হুমাম হাইয়া ও হামাসের কয়েকজন সদস্য সহ মোট ৬ জন ইসরাইলের সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন। যার মধ্যে কাতারের নিরাপত্তা বিভাগের ল্যান্স-কর্পোরাল বদর সাদ মুহাম্মদ আল-হুমাইদি আল-দোসারিও রয়েছেন। দোহায় আজ তাদেরই জানাযা ও দাফন হয়।
সূত্র: দোহা নিউজ