দখলকৃত কাশ্মীরে সাতশত এর বেশি মানুষকে গ্রেফতার করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। ভারতীয় বাহিনীর ওপর হামলায় তাদের সম্পৃক্ততা আছে বলে দাবি করছে দিল্লি।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ‘জামাত-ই-ইসলামে’র সদস্য।
গেল কয়েকমাস ধরে উপত্যকাটির স্বাধীনতাকামী যোদ্ধারা ভারতীয় বাহিনীর ওপর বড় ধরনের হামলা পরিচালনা করছে। এছাড়াও তাদের হাতে একাধিক নাগরিক মারা যায়। যাদের বিরুদ্ধে বরাবরের মতো ভারত সংশ্লিষ্টতার অভিযোগ তুলে স্বাধীনতাকামী যোদ্ধারা।
তবে এই স্বাধীনতাকামীদের আটক করতে প্রায় ৭ শতাধিক সাধারণ কাশ্মীরিকে আটক করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।