বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

তুরস্ক সফরে যাচ্ছেন জার্মানের বিদায়ী চ্যান্সেলর মেরকেল

আগামী ১৬ অক্টোবর তুরস্ক সফরে যাচ্ছেন জার্মানের বিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। এ সফরে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে তিনি সাক্ষাত করবেন। জার্মান চ্যান্সেলর হিসেবে এটিই হচ্ছে তার শেষ তুর্কি সফর।

গুরুত্বপূর্ণ সেই বৈঠকে তুরস্ক ও জার্মানি মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে আঙ্কারার সম্পর্ক, আফগানিস্তান, সিরিয়া ও লিবিয়ার সংকটময় পরিস্থিতি নিয়ে দুই নেতা কথা বলবেন বলে জানা যায়।

বিশ্লেষকদের মতে, দীর্ঘ প্রায় ১৬ বছর পর ক্ষমতার কেন্দ্র থেকে সরে দাঁড়াচ্ছেন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। পরবর্তী সরকার গঠিত হওয়া পর্যন্ত অবশ্য প্রথা অনুযায়ী তিনি দায়িত্ব পালন করে যাবেন।

মূলত তার আমলেই জার্মানিতে সামরিক বাহিনীতে তরুণদের বাধ্যতামূলক কার্যক্রম শেষ হয়েছে। পরমাণু ও জীবাশ্মভিত্তিক জ্বালানি পুরোপুরি ত্যাগ করে ভবিষ্যতে পরিবেশ বান্ধব জ্বালানির পথেও যাত্রা শুরু হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img