ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ”জেনারেল ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্স” (জিডিআই)-এর সাথে বৈঠক করেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা ”সেন্ট্রাল ইন্টেলিজেন্ট এজেন্সি” (সিআইএ)-এর একটি প্রতিনিধি দল।
বৈঠকে আফগান প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দেশটির গোয়েন্দা প্রধান আবদুল হক ওয়াসিক। সিআইএ-এর নেতৃত্বে ছিলেন সংস্থার উপ পরিচালক ডেবিট কোহেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ প্রতিনিধি থমাস ওয়েস্ট। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর থমাস ওয়েস্ট তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয়ের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
কাতারের রাজধানী দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে শনিবার এক প্রতিবেদনে জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন।
জানা যায়, বৈঠকে আফগানিস্তানের জব্দকৃত অর্থ ফেরত দেওয়া, আটক এক মার্কিন নাগরিকের মুক্তি ও দায়েশের হামলা নিয়ে আলোচনা হয়।
মার্কিন চলচ্চিত্র পরিচালক আইভর শিয়ারারকে গ্রেফতারের বিষয়টি আফগান সরকার পূর্বেই নিশ্চিত করেছিলো। তিনি আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরীর ওপর মার্কিন হামলার সময় চিত্রগ্রহণ করছিলেন বলে জানা জায়।
আয়মান আল জাওয়াহিরীর ওপর কথিত মার্কিন হামলার ঘটনায় আফগান সরকার ক্ষুব্ধ হয়েছিলো। এই হামলাকে ২০২১ সালে ১৯ বছরের যুদ্ধ সমাপ্তকারী দোহা-চুক্তি এবং আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছিলো আফগান সরকার।
সূত্র : মিডল ইস্ট মনিটর