সোমবার | ১৩ অক্টোবর | ২০২৫

শাপলা ও ২৪’র শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে: খেলাফত আন্দোলন

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী বলেছেন, পবিত্র কুরআন অবমাননাকারীর দ্রুত বিচার, শাপলা চত্বর ও জুলাই ২৪এর শহীদদের রাষ্ট্রীয় মর্যাদাসহ খেলাফত আন্দোলন ঘোষিত ৭ দফা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, দলের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ রুকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, ঢাকা মহানগর আমির মুফতী মাহবুবুর রহমান, মুফতী আফম আকরাম হোসাইন, অ্যাডভোকেট জয়নাল আবদীন বকুল ও মুফতী আবুল হাসান কাসেমী।

সমাবেশে দলের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে বটে কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এখনো পবিত্র কুরআনকে বারবার অবমাননা করা হচ্ছে। ইসলামের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে। প্রাইমারি স্কুলে নাচ-গানের শিক্ষক নিয়োগ, বাংলাদশে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন, পতিতাদের ভাতা প্রদান দেশের শান্তি প্রিয় ধর্মপ্রাণ জনতাকে ক্ষুব্ধ করেছে। দেশে এখনো খুন, চাঁদাবাজি, দুর্নীতির বন্ধ হয়নি। বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনতে পারেনি। জনগণ ড. ইউনুস এর কাছে যে প্রত্যাশা করেছিল তা পূরণেঅন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ। জুলাই সনদ এর আইনি ভিত্তি দিতে হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img