সোমবার | ১৩ অক্টোবর | ২০২৫

জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া র‌্যাব, পুলিশ, বিজিবির সদস্যদের বিচার করতে হবে: আখতার

যারা জুলাই আন্দোলনে যারা ছাত্রজনতার পক্ষে ছিলেন, তাদের আমরা সাধুবাদ জানাই। আর যেসব র‌্যাব, পুলিশ, বিজিবির সদস্যরা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

আখতার হোসেন বলেন, সেনাবাহিনীর জেনারেলরা হাসিনার আনুকূল্য পেতে গুম খুনের সঙ্গে জড়িত। এ জেনারেলরা শুধু একটা পরিবারকে ধ্বংস করেছে তা নয় বরং গোটা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা সেনাবাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। তা ছাড়া বাহিনীর সদস্য দ্বারা গুম, খুন না হলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হত না। তাই সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা বাহিনীর প্রতিষ্ঠানকে জনগণের প্রতিষ্ঠান করতে হলে অবশ্যই তাদের বিচারের আওতান আনতে হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img