সোমবার | ১৩ অক্টোবর | ২০২৫

খালেদ সাইফুল্লাহ-মুশফিকের নেতৃত্বে এনসিপির পলিসি ও রিসার্চ উইং গঠন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পলিসি ও রিসার্চ উইং গঠন করা হয়েছে। গঠিত উইংয়ের নেতৃত্ব দেবেন খালেদ সাইফুল্লাহ ও মুশফিক উস সালেহীন।

আজ শনিবার (১১ অক্টোবর) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক চিঠিতে তা জানানো হয়েছে। দলের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে পলিসি ও রিসার্চ উইং গঠন করা হয়।

পলিসি ও রিসার্চ উইংয়ের বাকি সদস্যরা হলেন, সারোয়ার তুষার, সুলতান মোহাম্মদ জাকারিয়া, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামা দেব, জাবেদ রাসিন, এহতেশাম হক, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দীন মোহাম্মদ, তানহা শান্তা, তাওহিদ তানজিম ও তারিক আদনান মুন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img