মঙ্গলবার | ১১ নভেম্বর | ২০২৫

আ.লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা

নিষিদ্ধ আওয়ামী লীগ সংঘটিত জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও দলটির নাশকতা সৃষ্টির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন, ক্ষমতার অপব্যবহার রোধ, স্বাধীন ও শক্তিশালী সাংবিধানিক কাঠামো গঠন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ, বৈষম্যহীন ও সম্প্রীতির এক নতুন বাংলাদেশ বিনির্মাণ। সেই কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশের অভিযাত্রায় জুলাই সনদ একটি অপরিহার্য উপাদান।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ অতীতের ন্যায় আবারও দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। বাংলাদেশে গুম ও গণহত্যার প্রবর্তক নিষিদ্ধ এই দলটি ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা শুরু করেছে।

কেন্দ্রীয় সভাপতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন করার দাবি জানান।

শিবিরের কর্মসূচির মধ্যে রয়েছে- আগামীকাল ১২ নভেম্বর দেশব্যাপী বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম দেশপ্রেমিক ছাত্র-জনতাকে সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং এই কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়েছেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img