বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর | ২০২৫

ইমারাতে ইসলামিয়ার উপর আক্রমণ হলে জিহাদ ফরজ হয়ে যাবে: মাওলানা মুত্তাকী

ইমারাতে ইসলামিয়ার উপর কেউ আক্রমণ করলে সব নাগরিকের উপর জিহাদ ফরজ হয়ে যাবে বলে জানিয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী।

তিনি বলেন, আলেমদের সাম্প্রতিক ফতোয়া অনুযায়ী বর্তমান ব্যবস্থাকে রক্ষা করা শুধু নিরাপত্তা বাহিনীর নয়, বরং পুরো জাতির দায়িত্ব। আলেমরা ঘোষণা করেছেন, বিদেশি আগ্রাসন হলে জনগণের ওপর জিহাদ বাধ্যতামূলক হয়ে যাবে।

আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাওলানা মুত্তাকী বলেন, (ইসলামি) “ব্যবস্থাকে রক্ষা করা কেবল নিরাপত্তা বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নয়; বরং প্রতিটি নাগরিকের দায়িত্ব। এটি আলেমদের সম্মিলিত ফতোয়া। কাছের হোক বা দূরের হোক, যদি কেউ আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে বা এই ব্যবস্থার ওপর আক্রমণ করে, তাহলে জিহাদ ফরজ হয়ে যাবে এবং প্রত্যেক ব্যক্তি এই ব্যবস্থাকে রক্ষা করতে দাঁড়াবে।”

তিনি বলেন, আফগানিস্তানের মাটি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার হতে দেওয়া যাবে না। আলেমদের ফতোয়ার ভিত্তিতে ইমারাতে ইসলামিয়ার নেতৃত্ব কাউকে বিদেশে সামরিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেয় না

তিনি আরও বলেন, “চতুর্থ বিষয়টি হলো, যা আলেমরা অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, ইমারাতে ইসলামিয়ার নেতৃত্ব অন্য দেশে সামরিক কর্মকাণ্ডে কাউকে অংশ নিতে দেবে না। তাই এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট আফগান আলেমদের রায়ের ভিত্তিতে আমিরাতের আইনগত ব্যবস্থার মুখোমুখি হবে।”

আফগানিস্তান ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনা প্রমাণ করেছে, আফগানরা এখন আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি ঐক্যবদ্ধ ও সমন্বিত।

তিনি বলেন, আলেমদের প্রস্তাবনার পঞ্চম দফায় ইসলামি দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আলেমরা আবারও বলেছেন, মুসলমানদের মধ্যে ঐক্য, পারস্পরিক গ্রহণযোগ্যতা ও সহমর্মিতা বজায় রাখা অত্যন্ত জরুরি।”

এর আগের দিন কাবুলে অনুষ্ঠিত এক বৈঠকে আফগানিস্তানের শীর্ষ আলেমরা বর্তমান ব্যবস্থার প্রতি সমর্থন, দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, আফগান মাটি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার রোধ, বিদেশি সামরিক কর্মকাণ্ডে আফগানদের অংশগ্রহণের বিরোধিতা এবং মুসলমানদের ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সূত্র: তোলো নিউজ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img