সোমবার | ১২ জানুয়ারি | ২০২৬
spot_img

রোহিঙ্গাদের জন্য ২.৯ মিলিয়ন ডলার অনুদান দি‌য়ে‌ছে সুইডেন

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তার জন্য ২৯ লাখ মার্কিন ডলার দেবে সুইডেন।

সোমবার (১২ জানুয়ারি) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এই তথ্য জানায়।

সংস্থাটি বলেছে, রোহিঙ্গা সহায়তায় সেইফ প্লাস ২ (নিরাপদ অ্যাক্সেস টু ফুয়েল অ্যান্ড এনার্জি প্লাস, ফেজ ২) যৌথ কর্মসূচির জন্য এই অর্থ দিবে তারা।

সেইফ প্লাস ২ কর্মসূচির লক্ষ্য হচ্ছে, পরিচ্ছন্ন রান্নার জ্বালানি বিশেষ করে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহার বৃদ্ধি, ক্ষতিগ্রস্ত বনাঞ্চল পুনরুদ্ধার এবং রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য সবুজ দক্ষতা উন্নয়ন। জাতিসংঘের এই কর্মসূচিটি ইউএনএইচসিআর, এফএও, আইওএম ও ডাব্লিউএফপি যৌথভাবে বাস্তবায়ন করছে।

বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআর’র রিপ্রেজেনটেটিভ ইভো ফ্রেইসেন বলেন, “প্রয়োজন বাড়তে থাকা সত্ত্বেও অর্থায়ন হ্রাসের এই গুরুত্বপূর্ণ সময়ে সুইডেনের উদার সহায়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এক দশমিক ১৭ মিলিয়ন রোহিঙ্গা এখনও বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। দৈনন্দিন জীবনে এলপিজি কতটা গুরুত্বপূর্ণ রোহিঙ্গা পরিবারগুলো তা আমাকে প্রায়শ বলে।”

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স বলেন, “বৈশ্বিক মানবিক তহবিল ক্রমেই সংকুচিত হয়ে আসছে। তাই আমাদের সর্বাধিক প্রয়োজনগ্রস্তদের ওপর গুরুত্ব দিতে হবে এবং গত কয়েক বছরে অর্জিত সাফল্যগুলো বজায় রেখেই জীবন রক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।”

অনুদানের জন্য সুইডেন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইউএনএইচসিআর।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ