মঙ্গলবার | ১৩ জানুয়ারি | ২০২৬
spot_img

এক ধাক্কায় ১৫ স্যাটেলাইট হারাল ভারত, উৎক্ষেপণের পরই পথচ্যুত রকেট

ভারতের মহাকাশ সক্ষমতা নিয়ে বড় বড় দাবি আর সাফল্যের প্রচারের মধ্যেই আবার ধাক্কা খেল দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। উৎক্ষেপণের পরপরই ত্রুটির কারণে ১৫টি উপগ্রহ নিয়ে নির্ধারিত পথ থেকে ছিটকে পড়েছে একটি রকেট। ঘটনাটিকে ইসরোর বড় ধরনের ব্যর্থতা হিসেবে মনে করা হচ্ছে।

সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা দ্বীপের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণের সময় এই ঘটনা ঘটে।

ইসরো বলেছে, রকেটটি পৃথিবী পর্যবেক্ষণকারী একটি উপগ্রহ ও বাণিজ্যিক পেলোড বহন করছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরো জানিয়েছে, চার ধাপের উৎক্ষেপণযান পিএসএলভি সি ৬২ তৃতীয় ধাপের শেষের দিকে একটি অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হয়।

কী ধরনের ত্রুটির কারণে রকেটটি নির্ধারিত পথ থেকে ছিটকে পড়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি ইসরো। সংস্থাটি জানিয়েছে, বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে।

উৎক্ষেপণ দৃশ্য সরাসরি সম্প্রচারের ভিডিওতে রকেটটিকে আকাশে ছুটে যেতে দেখা যায়। তবে ত্রুটির কারণে রকেটটির উড্ডয়নপথে বিচ্যুতি ঘটে বলে ইসরোর প্রধান ভি নারায়ণন জানিয়েছেন।

ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন দূরদর্শনকে ভি নারায়ণন বলেন, “তৃতীয় ধাপের শেষের দিকে আমরা যানটিতে কিছুটা বেশি অস্থিরতা লক্ষ্য করছি।” তিনি বলেন, এর পরপরই যানটির উড্ডয়নপথে বিচ্যুতি দেখা যায়।

দীর্ঘদিন ধরে ভারতের জাতীয় মহাকাশ কর্মসূচির প্রধান ভরসা হিসেবে পরিচিত পিএসএলভি রকেট দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিশন উৎক্ষেপণ করেছে; যার মধ্যে প্রথম চন্দ্র ও মঙ্গল অভিযানের কক্ষপথযানও রয়েছে।
২০১৭ সালে একক মিশনে ১০৪টি উপগ্রহ উৎক্ষেপণ করে বিশ্ব রেকর্ড গড়েছিল পিএসএলভি।

সোমবার উৎক্ষেপিত রকেটটি একটি পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহসহ দেশি ও বিদেশি গ্রাহকদের জন্য ১৫টি উপগ্রহ বহন করছিল বলে ইসরো জানিয়েছে।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত গত এক দশকে মহাকাশ অভিযানে নিজেদের সক্ষমতা জোরালোভাবে তুলে ধরেছে। তুলনামূলক কম খরচে প্রতিষ্ঠিত শক্তিধর দেশগুলোর অর্জনের সঙ্গে পাল্লা দেওয়ার দাবি করলেও, এই ধরনের ব্যর্থতা দেশটির মহাকাশ কর্মসূচির নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

২০২৩ সালের আগস্টে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে মনুষ্যবিহীন একটি যান অবতরণ করায় ভারত। ২০২৩ সালের অক্টোবরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনার ঘোষণা দেন।

সূত্র : এএফপি, ইসরো, রয়টার্স

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ