মঙ্গলবার | ১৩ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতের গুজরাটে আফগান শিক্ষার্থীর লাশ উদ্ধার

ভারতের গুজরাট রাজ্যে এক আফগান শিক্ষার্থীর লাশ শনিবার রাতে দেরিতে তার অ্যাপার্টমেন্টে উদ্ধার করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শিক্ষার্থী বাইনুল্লাহ জিয়া, বয়স ৩৪। তিনি এমএস বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের পিএইচডি গবেষক ছিলেন এবং ভাদোদরা শহরের ফাতেহগঞ্জ এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে থাকতেন।

ভারতীয় পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভারতের কর্মকর্তারা ”আত্মহত্যার” আশঙ্কা করছেন, তবে কথিত ওই ঘটনার পেছনের কারণ এখনো অজানা।

সায়াজিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে সূত্র পেতে তারা জিয়ার মোবাইল ফোনও পরীক্ষা করছেন।

জিয়ার বন্ধুরা জানান, শনিবার তারা তার অ্যাপার্টমেন্টের দরজায় নক করেছিলেন, কিন্তু কোনো সাড়া পাননি। পরে পুলিশ দরজা খুলে কক্ষের ভেতরে তার মরদেহ দেখতে পায়।

স্থাপত্য বিষয়ে পড়াশোনা চালিয়ে যেতে জিয়া গত ২ বছর ধরে ভাদোদরায় বসবাস করছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলমান রয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত ফলাফল জানানো হবে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ