স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো.তাজুল ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব গণতন্ত্র রক্ষা করার। নির্বাচন সুষ্ঠু করার জন্য সকলের অংশগ্রহণ জরুরি। এখন কেউ যদি মাঠে না আসে এবং নির্বাচনে কেউ যদি অংশগ্রহণ না করে তাহলে একটি পক্ষ তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেই।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইসিটি বিভাগ আয়োজিত কুমিল্লা বিভাগীয় স্টার্টআপ ইনকিউবেশনে দিনব্যাপী ট্রেনিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। দেশের গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দায়িত্ব আছে। আর গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকলে ইসি পুনর্গঠনে বিএনপির অংশ নেওয়া উচিত। তাদের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নেই।











