রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

ন্যাটো দেশে হামলা চালাতে রাশিয়াকে সমর্থন দেবেন ট্রাম্প

পশ্চিমা সামরিক জোট ন্যাটো জোটের অংশ হিসেবে যে দেশগুলো প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ দিতে ব্যর্থ হবে, সেখানে মস্কোকে হামলা চালাতে আমন্ত্রণ জানাবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার স্থানীয় সময় শনিবার সাউথ ক্যারোলাইনায় একটি জনসভায় অংশ নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটো নিয়ে এই মন্তব্য করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ন্যাটোর যেসব দেশ এই জোটের অংশ হিসাবে প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ দিতে ব্যর্থ হবে, সেসব দেশে রাশিয়াকে হামলা চালাতে উৎসাহ দেবেন তিনি।

ন্যাটো জোটের সদস্যদেশগুলো এই জোটের কোনো একটি দেশের ওপর হামলা হলে সবাই একযোগে তা প্রতিহত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে, নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের মন্তব্য আলোড়ন তুলেছে।

হোয়াইট হাউস ট্রাম্পের ওই মন্তব্যকে “বিস্ময়কর ও কাণ্ডজ্ঞানহীন” অভিহিত করেছে। অন্যদিকে ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ ট্রাম্পকে তিরস্কার করেছেন। ট্রাম্পের এমন মন্তব্য জোটের দেশগুলোকে হুমকির মুখে ঠেলে দেবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ