রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

নেদারল্যান্ডসের কাছ থেকে যুদ্ধবিমানের যন্ত্রাংশ পাচ্ছে না ইসরাইল

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ব্যবহার করা এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধে আদেশ দিয়েছেন দেশটির আদালত।

সোমবার (১২ ফেব্রুয়ারি) এক ডাচ আদালত মানবাধিকার সংস্থাগুলোর আপিল বহাল রাখার পর এ আদেশ দেয়।

মানবাধিকার সংস্থাগুলোর যুক্তি ছিল, নেদারল্যান্ডসের সরবরাহ করা যন্ত্রাংশগুলো হামাসের সঙ্গে যুদ্ধে ইসরাইলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ভূমিকা রাখছে।

রায়ে বলা হয়, আদালত সাতদিনের মধ্যে এফ-৩৫ যুদ্ধবিমানের সেসব যন্ত্রাংশের রপ্তানি ও ট্রানজিট বন্ধে আদেশ দিচ্ছে, যেগুলোর চূড়ান্ত গন্তব্য ইসরাইল।

মার্কিন মালিকানাধীন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ নেদারল্যান্ডসের একটি গুদামে সংরক্ষণ করা হয়। বিদ্যমান রপ্তানি চুক্তির মাধ্যমে ইসরাইলসহ বেশ কয়েকটি অংশীদার দেশের কাছে এসব যন্ত্রাংশ পাঠানো হয়।

যন্ত্রাংশ সরবরাহের মাধ্যমে নেদারল্যান্ডস গাজ্জায় মানবাধিকার লঙ্ঘনে ভূমিকা রাখছে বলেও মনে করে মানবাধিকার গোষ্ঠীগুলো।

সূত্র : রয়টার্স

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ