তুরস্কের একটি কোম্পানির সাথে কান্দাহারের একটি খনি থেকে মার্বেল উত্তোলনের জন্য ৬২ লাখ ডলারের চুক্তি স্বাক্ষর করেছে আফগানিস্তানের খনি ও জ্বালানি মন্ত্রণালয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, কান্দাহারের শাহ ওয়ালি কোট জেলার দারা নুর অঞ্চলের খনি থেকে মার্বেল উত্তোলন করবে “এমি ওঘলু” নামে একটি তুর্কি কোম্পানি।
আফগান খনি ও জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৩ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই খনি থেকে মার্বেল উত্তোলনের জন্য ৩০ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খনি ও জ্বালানিমন্ত্রী গুল আগাহ ইসহাকযাই বলেন, “এই চুক্তির মাধ্যমে দেশের শত শত তরুণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয়দের জন্য চিকিৎসা ও শিক্ষা সুবিধাসহ বিভিন্ন সামাজিক সেবা প্রদান করা হবে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তুর্কি কোম্পানি “এমি ওঘলু”-এর উপ-প্রধান বলেন,”এই খনির নিষ্কাশন ও প্রক্রিয়াকরণের পর, আমরা আফগানিস্তানের মার্বেল বিশ্বব্যাপী পরিচিত করব, যা উভয় দেশের জনগণ এবং সরকারের জন্য লাভজনক হবে।”