সিরিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে তিনজন সেনা সদস্য আহত হয়েছে।
আজ রবিবার (১২ মার্চ) সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানিয়েছে, তারতুস ও হামা এলাকায় আজ স্থানীয় সময় সকালে এ হামলার ঘটনা ঘটে।
উত্তর লেবাননের দিক থেকে সকাল ৭ টায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। যা বস্তুগত কিছু ক্ষতি ও সাধন করেছে। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, গত ৭ মার্চ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে বিমানবন্দরটি সাময়িকভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
সূত্র: দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার