বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মুহাম্মাদ কবির আহমদ নামে ২৮ বছর বয়সী এক রোহিঙ্গা যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।

বৃহস্পতিবার (১১ মে) রাত ১১টার দিকে উখিয়া পালংখালী ৯ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত যুবক কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আবুল হোসেনের ছেলে।

শুক্রবার (১২ মে) দুপুর ২টার দিকে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রাত ১১টার দিকে ২০-২৫ জনের মুখোশধারী দুর্বৃত্তের দল হঠাৎ রোহিঙ্গা যুবককে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img