সোমবার, মে ১২, ২০২৫

জমি দখলের বিরুদ্ধে আফগানিস্তানের কঠোর অবস্থান: গঠিত হল নতুন মন্ত্রণালয়

spot_imgspot_img

জমি দখল প্রতিরোধ ও পুনরুদ্ধারে কঠোর অবস্থান গ্রহণ করেছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান। এই লক্ষ্যে নতুন একটি মন্ত্রনালয় গঠন করেছে দেশটির বিচার মন্ত্রণালয়। নতুন এই মন্ত্রনালয়ের নাম দেওয়া হয়েছে ‘ভূমি ও দখলকৃত সম্পত্তি পুনরুদ্ধার মন্ত্রণালয়।’

রবিবার (১১ মে) আফগানিস্তানের বিচার মন্ত্রণালয়ের আইনি বিষয়ক মহাপরিচালক আহসানুল্লাহ ওয়াসিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ভূমি দখল প্রতিরোধ ও পুনরুদ্ধার কমিশন এখন ভূমি ও দখলকৃত সম্পত্তি পুনরুদ্ধার মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়েছে। এই কমিশনের কাজ নতুন মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বন্ধ হবে না। ততক্ষণ পর্যন্ত কমিশন তার কার্যক্রম গুরুত্বের সঙ্গে এবং নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাবে।”

ওয়াসিক আরো জানান, কমিশন গঠনের পর থেকে দেশে ৪ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার ৭২১.২৭ একর জমি চিহ্নিত করা হয়েছে এবং এর মধ্যে ৩৯ লাখ ৩০ হাজার ৯৩৩.৫৮৪ একর জমি দখলদারদের থেকে পুনরুদ্ধার করা হয়েছে।

তিনি বলেন: “কমিশনের কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার ৭২১.২৭ একর জমি চিহ্নিত ও নিবন্ধিত হয়েছে এবং এর মধ্যে ৩৯ লাখ ৩০ হাজার ৯৩৩.৫৮৪ একর জমি দখলদারদের থেকে পুনরুদ্ধার করা হয়েছে।”

এদিকে, সীমান্ত, জাতিগোষ্ঠী ও জনজাতি বিষয়ক মন্ত্রণালয়ের সীমান্ত বিষয়ক ডেপুটি মন্ত্রী মুহাম্মাদ ইসমাইল গজনবী বলেন, এই কমিশনের গঠনের ফলে তাপি, কুশ তেপা খাল ও কাসা-১০০০ এর মতো বৃহৎ জাতীয় প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে।

তিনি ব্যাখ্যা করে বলেন, “দেশজুড়ে কুশ তেপা খাল, কাসা-১০০০ এবং তাপি প্রজেক্টের মতো বড় প্রকল্পগুলো এগিয়ে যেতে পারত না যদি ভূমি কমিশন সক্রিয় না থাকত এবং দখলদারদের থেকে জমি পুনরুদ্ধার করতে ব্যর্থ হতো।”

বিচার মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ১ কোটি ২৭ লাখ ৭০ হাজার একরের বেশি জমি কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রণালয়ের জন্য জাতীয় স্বার্থে বরাদ্দ দেওয়া হয়েছে।

সূত্র: তোলো নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img