ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার নরেন্দ্র মোদি বলেছেন, ওদিক থেকে (পাকিস্তান) যদি গুলি চালানো হয়, তবে এখান থেকে গোলা ছোড়া হবে।
রোববার (১১ মে) রাতে ভারতের সরকারি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, ওহা সে গোলি চলেগি, ইহা সে গোলা চলেগা (ওদিক থেকে যদি গুলি চালানো হয়, তবে এখান থেকে গোলা ছোড়া হবে)।
ভারতীয় সূত্রগুলো এটিকে একটি মোড় ঘোরানো সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে, বিশেষ করে পাকিস্তানের বিমানঘাঁটিতে ভারতের হামলা।