নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গণহত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
রোববার (১১ মে) বিকেলে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মুফতী ফয়জুল করীম বলেন, ‘ছাত্র-জনতার গণবিপ্লবে পরাজিত আওয়ামী লীগের গণহত্যার বিচার দ্রুত করতে হবে। দুর্নীতিবাজদের গ্রেফতার করে অনতিবিলম্বে শাস্তি নিশ্চিত ও তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।’
ইসলামি আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতী শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলার সেক্রেটারি সোহেল আহমদের সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান, জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা অফিস সম্পাদক নুরুল ইসলাম, পৌর জামায়াত সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, জুলাই ওয়ারিয়র্স সুনামগঞ্জের সভাপতি ফয়সাল আহমদ, গণঅধিকার পরিষদের সুনামগঞ্জ শাখার সহ-সভাপতি আব্দুল বারী সিদ্দীকী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাজমুস সাকিব প্রমুখ।