অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানের দাবী পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছে ভারত।
সোমবার (১২ মে) জিও নিউজের খবরে একথা জানানো হয়।
খবরে বলা হয়, ফরাসি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছে ভারত। রবিবার যুদ্ধবিরতি ঘোষণার পর ৩ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও মিলিটারী অপারেশনাল ডিরেক্টর জেনারেলকে নিয়ে প্রথমবারের মতো গুরুত্বের সাথে ব্রিফিংয়ে যায় দেশটি।
ব্রিফিংয়ে পাকিস্তান আসলেই রাফায়েল ভূপাতিত করেছে কি না প্রশ্ন করা হলে জবাবে বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এয়ার মার্শাল একে ভারতী বলেন, “দেখুন, ক্ষয়ক্ষতি লড়াইয়ের অংশ। আমি এরচেয়ে বেশিকিছু বলতে পারবো না।”
ভারতের পক্ষ থেকে দাবী করা হয়েছে যে পাকিস্তানের বিমান ও ড্রোন ভূপাতিত করা হয়েছে তা সত্য কি না? এর সংখ্যা কত? নির্দিষ্ট প্রমাণ আছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা পাকিস্তানের বিমান ভূপাতিত করেছি এতটুকুর নিশ্চয়তা দিচ্ছি। তবে আমাদের কাছে এর নির্দিষ্ট সংখ্যা ও কোনো প্রমাণ নেই।”
ভারতের এই সংবাদ সম্মেলনের পর পর রাফায়েল যুদ্ধবিমান তৈরির ফরাসি প্রতিষ্ঠান ডাসল্ট এভিয়েশনের শেয়ারের আরো দরপতন হয়। শেয়ার দর এক ঝটকায় ৫.৫৯ শতাংশ কমে যায়। ভারতের ব্যর্থতায় গতকাল পর্যন্ত রাফায়েল নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ারের সর্বমোট অবনতি হয় ১০.৩৩ শতাংশ। আজ আরো ৪.৪৭ শতাংশ কমে সর্বমোট অবনমন গিয়ে দাঁড়ায় ১৪.৮০ শতাংশে।
এর আগে ভারত-পাকিস্তানের গত ৭ তারিখের লড়াইয়ে পাকিস্তান রাতারাতি ভারতের তিন তিনটি রাফায়েল সহ সর্বমোট ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করলে প্রথমবারের মতো রাফায়েল নির্মাতা প্রতিষ্ঠানটি ক্ষতির মুখে পড়ে। কেননা সেবারই প্রথম রাফায়েল ভূপাতিত হওয়ার কোনো ঘটনা ঘটে। শুধু তাই নয়, রাফায়েলের তুলনায় সাধারণ যুদ্ধবিমান দিয়েই পাকিস্তান রাতারাতি মাল্টি টাস্কিংয়ে সক্ষম অত্যাধুনিক ৩টি যুদ্ধবিমান ভূপাতিত করে। রাশিয়ার সু-৩০ এর মতো উন্নত যুদ্ধবিমান ও মিগ-২৯ও এই রাতের লড়াইয়ে পাকিস্তানি ফাইটারদের হাত থেকে রক্ষা পায়নি। যা ছিলো এক প্রকার অসম্ভব। এই খবরে তখন ৪.৭৪ শতাংশ শেয়ারের অবনতি হয়েছিলো।
ভারতের এমন চরম ব্যর্থতার ঘটনায় প্রতিরক্ষা শিল্পের বাজারে আর্থিক ক্ষতির পাশাপাশি ইমেজ সংকটে পড়ে ফ্রান্স। তাই দুর্নাম এড়াতে দেশটির বুধবার (৮ মে) ঘটনাটি তদন্ত করার ঘোষণা দেয়।
এক উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা জানান, রাফায়েল ভূপাতিতের পক্ষে-বিপক্ষে ভারত ও পাকিস্তানের দাবীর সত্যতা যাচাইয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। ভারত কোনো বিমান ভূপাতিত না হওয়ার দাবী করলেও তারা তখন পর্যন্ত একটি রাফায়েল ভূপাতিত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছেন। এছাড়া রাফায়েলের সক্ষমতায় কোনো ত্রুটি আছে কি না তাও পুনরায় পরীক্ষানিরীক্ষা করে দেখা হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তিনি।