হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আশকোনা হজ্ব ক্যাম্প থেকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ মে) সকালে বিমানবন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের মামলায় তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম গত বছরের আগস্ট মাসের পর থেকেই আত্মগোপনে ছিলেন। তিনি সোমবার সকালে সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরের পাশে আশকোনা হজ ক্যাম্পে অবস্থান করেন। বিমানবন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলায় তাকে আটক করে। পরে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান জানান, গ্রেফতার মাসুমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাকে বিমানবন্দর থানা পুলিশ গ্রেফতার করে সোনারগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। গ্রেফতারকৃতকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।