ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সাহায্য করা আরো দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
ওই দুই আসামির নাম সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিম। তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার পুলিশ পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন।










