বৃহস্পতিবার | ১৮ ডিসেম্বর | ২০২৫

যুদ্ধবিরতি উপেক্ষা করে আবারও লেবাননে হামলা চালালো ইসরাইল

এক বছরেরও বেশি সময়ের যুদ্ধবিরতি উপেক্ষা করে দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) একটি প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের আল-জাবুর, আল-কাত্রানি ও আল-রাইহান এলাকায় হামলা চালানো হয়। পাশাপাশি পূর্ব লেবাননের বেকা উপত্যকার বুদাই ও হারমেল অঞ্চলও ছিল হামলার লক্ষ্যবস্তু। এ ছাড়া দক্ষিণের দেইর সিরইয়ান শহরের ওয়াদি আল-কুসাইর এলাকাতেও আরেকটি বিমান হামলা চালানো হয়েছে।

ইসরাইলের লাগাতার হামলার কঠোর সমালোচনা করেছে জাতিসংঘ। গত নভেম্বরের এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০২৪ সালের শেষ দিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে অন্তত ১২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এসব হামলা ‘যুদ্ধাপরাধের’ শামিল হতে পারে।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img