গাজ্জায় আশ্রয়কেন্দ্র হিসাবে পরিণত একটি স্কুলে শুক্রবার বোমা হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী। ওই হামলায় ৫ জন শহীদ হয়েছে বলে জানা গেছে।
গাজ্জার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজ্জা শহরের পূর্বে তুফাহ পাড়ায় অবস্থিত গাজ্জা শহীদ স্কুলের আশ্রয়কেন্দ্রে ইসরাইলি গোলাবর্ষণের ফলে পাঁচ ব্যক্তি শহীদ হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এই অঞ্চলে ইসরাইলি গুলিতে কমপক্ষে ৩৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: এএফপি










