সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

তালেবানের প্রতি সমর্থন বন্ধ করতে পাকিস্তানকে আফগান সরকারের আহ্বান

আফগানিস্তানের তালেবানের প্রতি সমর্থন বন্ধ করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিনপন্থী আফগান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিনপন্থী আফগান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আমান বলেছেন, ইসলামাবাদ আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে উদ্বিগ্ন হয়ে থাকলে পাকিস্তানের উচিত তালেবানকে পৃষ্ঠপোষকতা দেয়া বন্ধ করা।

তালেবানের অগ্রাভিযান প্রতিহত করার কাজে মার্কিনপন্থী আফগান সরকারের বাহিনীকে সহযোগিতা করতে দেশটির বিভিন্ন এলাকায় যে কথতি প্রতিরোধ বাহিনী গঠিত হয়েছে তাকে সম্প্রতি পাকিস্তানি রাষ্ট্রদূত মনসুর আহমেদ খান ‘মিলিশিয়া বাহিনী’ বলে অভিহিত করেছিলেন।

তিনি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আফগানিস্তানে তালেবানকে প্রতিহত করার জন্য মিলিশিয়া বাহিনী গঠন করার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

ফুয়াদ আমান দাবি করেন, আফগান নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার জন্য যে বাহিনী গড়ে উঠেছে তারা মিলিশিয়া নয় বরং সাধারণ মানুষ। দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং দেশ রক্ষার কাজে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছেন।

আমান বলেন, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পাকিস্তান যদি সত্যিই উদ্বিগ্ন হয়ে থাকে তাহলে তার উচিত তালেবানকে পৃষ্ঠপোষকতা দেয়া বন্ধ করা। ইসলামাবাদ যেন তালেবান নেতাদেরকে পাকিস্তানে বসে আফগানিস্তান দখলের পরিকল্পনা করতে না দেয়।

তিনি বলেন, পাকিস্তানে তালেবানের যেসব গোপন ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ইসলামাবাদের উচিত তা বন্ধ করে দেয়া।

পাকিস্তান সরকার সম্প্রতি কাবুলকে এই প্রতিশ্রুতি দিয়েছিল যে, দেশটির ভূমিকে অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেবে না।

পার্সটুডে

spot_img
spot_img

এই বিভাগের

spot_img