আফগানিস্তানের ভিতরে প্রবেশ করার মাধ্যমে ভারত পাকিস্তানের ক্ষতি করতে চেয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স-এর (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার।
তিনি আরো বলেন, আফগানিস্তানে ভারতের বিনিয়োগ তলিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। ভারত যদি মঙ্গলার্থে আফগানিস্তানে বিনিয়োগ করতো, তাহলে তা এখন হতাশায় পরিণত হতো না।
একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে কথোপকথনের সময় তিনি এসব কথা বলেন বলে খবর দিয়েছে অনলাইন পাকিস্তান টুডে।
জেনারেল ইফতিখার বলেন, আফগানিস্তানে সমস্যার কারণ হলো পাকিস্তান- বিশ্বের কাছে এ কথা বলার চেষ্টা করছে নয়া ভারত। ভারতের এমন দাবির কোনো সত্যতা নেই। বিশ্ব জানে যে, সম্ভাব্য সর্বোত্তম উপায়ে আফগানিস্তান সমস্যা সমাধানে চেষ্টা করছে পাকিস্তান।
পাকিস্তানের ভিতরে যুক্তরাষ্ট্রের ঘাঁটির বিষয়ে মিডিয়ায় যে গুজব ছড়িয়ে পড়েছে সে বিষয়ে মেজর জেনারেল ইফতিখার বলেন, পাকিস্তানের ভিতরে যুক্তরাষ্ট্রের ঘাঁটির প্রশ্নই ওঠে না।
এ সময় তিনি পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান সরকার সীমান্ত ব্যবস্থাপনায় ঘাটতি রেখেছে বলে তার নিন্দা জানান।
তিনি বলেন, অন্য দেশের কাউকে ব্যবহারের জন্য পাকিস্তানের মাটি ব্যবহার করতে দেবে না পাকিস্তান। অনাকাঙ্খিত কোনো ব্যক্তিতে পাকিস্তানে ঢুকতে দেয়া হবে না।
তিনি আরো বলেন, সীমান্ত ব্যবস্থাপনাটা ভাল হওয়া প্রয়োজন। কারণ, সবাই জানেন আফগানিস্তানে সক্রিয় আছে আইএস এবং টিটিপি। মাঝে মাঝেই তারা স্বার্থের ক্ষতি করার চেষ্টা করে।
তবে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্তে পাকিস্তান অংশের নিরাপত্তা বর্তমানে অনেক উন্নত বলে সবাইকে নিশ্চয়তা দেন তিনি।
সীমান্ত নিরাপত্তাকে আরো শক্তিশালী করতে গঠন করা হচ্ছে অতিরিক্ত ফ্রন্টিয়ার কোর।
তিনি আরো বলেন, পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের শতকরা ৯০ ভাগে বেড়া নির্মাণ শেষ হয়েছে। আফগানিস্তানে যদি সহিংসতা বৃদ্ধি পায় এবং তার প্রেক্ষিতে যদি শরণার্থীর ঢল নামে তাহলে সেই পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।