বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

ফিলিস্তিনের নেত্রী খালেদা জাররার মেয়ের মৃতদেহ উদ্ধার

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনের রামাল্লার প্রভাবশালী ফিলিস্তিনি নেত্রী খালিদা জাররার মেয়ে সুহার মরদেহ পাওয়া গেছে।

রবিবার (১২ জুলাই) রামাল্লার ফিলিস্তিন মেডিকেল কমপ্লেক্সের পাশ থেকে সুহার মরদেহ উদ্ধার করা হয়।

খালিদা জাররার ফিলিস্তিনের আইন পরিষদের প্রাক্তন আইনপ্রণেতা এবং পশ্চিমতীরের ফিলিস্তিন স্বাধীনতা সংগঠন পিএলও-এর দ্বিতীয় বৃহত্তম ও রাজনৈতিক দল পিএফএলপির একজন প্রভাবশালী সদস্য।

ফিলিস্তিনের রাজনৈতিক দল পিএফএলপির একজন প্রভাবশালী সদস্য হওয়ায় ২০১৯ সালে ৩১ অক্টোবরে নিজ বাসভবন থেকে খালিদা জাররারকে ধরে নিয়ে যায় ইসরাইলি সেনারা। তিনি বর্তমানে ইসরাইলের কারাগারে বন্দি আছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img