বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

ঢাকায় পরবর্তী ভারতীয় হাইকমিশনার হতে যাচ্ছেন প্রণয় ভার্মা

ঢাকায় রাষ্ট্রদূত প‌রিবর্তন করতে যাচ্ছে ভারত। ঢাকায় দেশ‌টির হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন প্রণয় ভার্মা। আর বর্তমানে ঢাকায় নিযুক্ত হাইক‌মিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে যুক্তরাজ্য।

মঙ্গলবার (১২ জুলাই) ভারতীয় গণমাধ্যম উইওনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে প্রণয় ভার্মা ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভারতের পারমাণবিক কূটনীতির তত্ত্বাবধানকারী পরমাণু শক্তি বিভাগে এক্সটারনাল রিলেশনের মহাপরিচালকও ছিলেন।

এর আগে কয়েকটি সূত্রের বরাতে ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের ডেপুটি চিফ সুধাকর দালেলা নিয়োগ পেতে পারেন বলে জানিয়েছিল ভারতীয় গণমাধ্যম।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ