বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সংস্কার এমন বিষয় নয় একবার করে দিলে শেষ হয়ে যাবে। ন্যায় বিচার এমন নয় যে একটি করে দিলে আর করা লাগবে না। এগুলো চলমান প্রক্রিয়া। সুতরাং অন্তর্বর্তী সরকারকে বলব দ্রুত নির্বাচন দিন।
শনিবার (১২ জুলাই) সকালে রাজশাহী মহানগরের ভুবনমোহন পার্কে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচি উপলক্ষ্যে ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে মঈন খান বলেন, বিএনপিতে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো কোনো আচরণ বিএনপির কোনো নেতাকর্মী করতে পারবে না।
রাজশাহী মহানগর বিএনপি সিনিয়র সদস্যসচিব মো. মামুন-অর-রশীদের সঞ্চালনায় এবং মহানগর বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলীর (ঈশা) সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নজরুল হুদা, প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।