গাজ্জা উপত্যকার খান ইউনুস শহরে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আরও এক সেনা সার্জেন্ট নিহত হয়েছে।
সোমবার (১২ আগষ্ট) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড।
বিবৃতিতে বলা হয়, ইসলামী জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের সহযোগিতায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে খান ইউনুসের পূর্বে আল-জানা এলাকায় এক ইসরাইলি সেনা নিহত হয়।
এ বিষয়ে ইসরাইলের সামরিক বাহিনী জানায়, ১০১ তম প্যারাট্রুপারস ব্রিগেডের সার্জেন্ট ওমের গিন্জবার্গ দক্ষিণ গাজ্জার খান ইউনুস শহরে স্নাইপারের গুলিতে নিহত হয়েছে।
ইসরাইলি পরিসংখ্যান অনুসারে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ৬৯০ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে; এর মধ্যে গাজ্জায় স্থল আগ্রাসন শুরু হওয়ার পর মারা গেছে ৩৩০ জন ইসরাইলি সেনা।
সূত্র: পার্সটুডে











