আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী মোল্লা খায়রুল্লাহ খায়েরখা বলেছেন, আমেরিকা ও তাদের মিত্ররা বিশ বছর আফগানিস্তান দখল করে রেখে দেশের ধর্ম, সাহিত্য ও সংস্কৃতিতে আগ্রাসন চালিয়েছে। তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তি দেশের মর্যাদা ফেরানোর জন্য খুবই দরকারি।
সোমবার (১১ আগস্ট ) রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিএকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মোল্লা খায়রুল্লাহ বলেন, “দখলদাররা যে কোনো দেশের ধর্ম, সংস্কৃতি ও অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি করে। তারা চায়, দখলকৃত দেশ সবসময় তাদের ওপর নির্ভরশীল থাকুক এবং অর্থনৈতিকভাবে তাদের নিয়ন্ত্রণে থাকুক।”
তিনি বলেন, “স্বাধীনতা ও মুক্তি দেশের মর্যাদা ফেরাতে খুবই জরুরি।”
তিনি বলেন, “১৫ আগস্ট, যেদিন দখল শেষ হয় এবং স্বাধীন ইসলামী শাসন কায়েম হয়, সেটি আফগানদের সবার গর্ব আর আনন্দের দিন।”
তার ভাষায়, “দেশ অন্য কেউ নয়, নিজেরাই গড়ে তোলে। আফগানরা সেটা বুঝে নিজের দেশ গড়ার কাজে নেমেছে।”
তিনি আরও বলেন, “গত চার বছরে আফগানিস্তানের পর্যটন খাত অনেক এগিয়েছে। দেশের বিভিন্ন ঐতিহাসিক ও পুরনো স্থানের সংরক্ষণ ও সংস্কারও করা হয়েছে।”
মোল্লা খায়রুল্লাহ বলেন, “ইমারাতে ইসলামিয়ার অর্জনগুলো নানা মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে তারা নিজেদের ইতিহাস আর গৌরব সম্পর্কে জানতে পারে।”
সূত্র: আরটিএ