বুধবার | ১৬ জুলাই | ২০২৫

তালেবান আশ্বস্ত করায় কাবুল বিমানবন্দরে কাজে ফিরলেন ১২ জন নারী

spot_imgspot_img

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে কর্মস্থলে ফিরেছেন ১২ আফগান নারী। ক্ষমতা গ্রহণের পর থেকেই তালেবানের পক্ষ থেকে সাধারণ মানুষকে ক্ষমা ও নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে এবং শুরু থেকেই নারীদেরও কাজে যোগ দিতে বলা হয়েছে।

এর আগেও তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নারীরা হিজাব পরে বাইরে বের হতে পারবেন এবং নিজেদের কর্মক্ষেত্রেও ফিরতে পারবেন। সংগঠনটির এমন আশ্বাস পাওয়ার পর অনেক নারীই এখন কাজে ফিরছেন।

এদিকে শনিবার (১১ সেপ্টেম্বর) কাবুল বিমানবন্দরের প্রবেশদ্বারে ছয় নারী কর্মকর্তাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তারা গল্প করছিলেন এবং একে অন্যের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে উঠেছিলেন। অভ্যন্তরীণ ফ্লাইটের আগে নারী যাত্রীদের তল্লাশি করছিলেন তারা।

কুদসিয়া জামাল নামের এক নারী এএফপিকে জানান, তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার খবরে তিনি কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন। পাঁচ সন্তানের জননী এই নারী জানান, তার পরিবারের ভরণপোষণের দায়িত্ব তার। তিনি প্রথমে ভয় পেলেও এখন কাজে যেতে আর বাধা নেই।

তিনি বলেন, আমি এখন খুব খুশি। এখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে না।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img