দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে চীনের নতুন পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিপাইন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রকৃতি সংরক্ষণাগার গড়ে তুলতে বুধবার দক্ষিণ চীন সাগরের ‘স্কারবোরো শোল’ দ্বীপ নিয়ে নতুন পরিকল্পনা প্রকাশ করেছে চীন। যা ফিলিপাইন ও চীন উভয়েই নিজেদের দেশের অংশ বলে দাবী করে থাকে।
ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চীনের এই নতুন পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে একে অবৈধ ও বে-আইনী আখ্যা দিয়ে বলা হয়, ‘বাজো দে মাসিনলোক’ (স্কারবোরো শোল দ্বীপ) ফিলিপাইনের একটি দীর্ঘস্থায়ী ও অবিচ্ছেদ্য অংশ। এর উপর আমাদের সার্বভৌমত্ব ও এখতিয়ার রয়েছে। চীনকে কূটনৈতিকভাবে এর কঠোর জবাব দেওয়া হবে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতিতে দ্বীপের উপর ফিলিপাইনের দাবীকে প্রত্যাখ্যান করে এবং উল্লেখ করে যে, এই অঞ্চলটি কখনোই ফিলিপাইনের ভূখণ্ডের অংশ ছিলো না। তাই আমরা ম্যানিলার (ফিলিপাইনের কূটনৈতিক কেন্দ্র) ভিত্তিহীন অভিযোগ ও তথাকথিত প্রতিবাদ প্রত্যাখ্যান করছি।
চীনের পক্ষ থেকে আরো বলা হয়, আমরা ফিলিপাইনকে অবিলম্বে তাদের লঙ্ঘন, উস্কানি এবং অযৌক্তিক প্রচারণা বন্ধের আহবান জানাচ্ছি, যেনো সমুদ্রে জটিলতা তৈরি না হয়।