রবিবার | ১২ অক্টোবর | ২০২৫

পাকিস্তান ও আফগানিস্তানকে সংঘাত এড়িয়ে সংলাপের আহ্বান কাতারের

কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয় পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা এবং সংঘর্ষ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মন্ত্রণালয় মনে করছে, এই পরিস্থিতি অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। এ অবস্থায় দুই দেশকে সংঘাত এড়িয়ে সংলাপের আহ্বান জানিয়েছে কাতার।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে কাবুলে পাকিস্তানের বিমান হামলার জবাবে পাল্টা হামলা চালায় আফাগনিস্তান। এ ঘটনার পর দুই দেশের প্রতি এ আহ্বান জানায় কাতার।

এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, “আমরা পাকিস্তান ও তালেবানের সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা এবং সংঘর্ষ বৃদ্ধিকে গভীরভাবে উদ্বেগজনক মনে করি। এই পরিস্থিতি অঞ্চলীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে।”

এতে আরও বলা হয়, “আমরা উভয় পক্ষকে আহ্বান জানাই যে, তাদের পারস্পরিক ভিন্নতা সমাধানে সংলাপ, কূটনীতি এবং সংযমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন।”

সূত্র: আফগানিস্তান ইন্টারন্যাশনাল

spot_img
spot_img

এই বিভাগের

spot_img