গাজ্জা শান্তি চুক্তি সাক্ষরের পূর্বে মিশরে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন কাতারের কূটনীতিক ও প্রতিনিধিরা।
রবিবার (১২ অক্টোবর) শান্তি চুক্তি সাক্ষরের নির্ধারিত শহর শার্ম আল-শেখে তারা মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার শিকার হোন।
মিশরের কাতার দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, শার্ম আল-শেখে অফিসিয়াল দায়িত্ব পালনের সময় গাড়ি দুর্ঘটনায় তাদের ৩ জন কূটনীতিক নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের তৎক্ষনাৎ একটি আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়ছে। আহত ও নিহতদের কাতারের বিমানে রাজধানী দোহায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
এছাড়াও জানানো হয় যে, দুর্ঘটনার শিকার সকলে কাতার সরকারের আমিরে দিওয়ান নামের একটি গুরুত্বপূর্ণ পরিষদের সদস্য ছিলেন।
দূতাবাসের তথ্যমতে নিহতরা হলেন, সৌদ বিন সামের আলে সানী, আব্দুল্লাহ আল গানেম আল খাইয়ারীন, হাসান জাবের আল জাব্বার। আর আহতরা হলেন, আব্দুল্লাহ ঈসা আল কাওয়ারী ও মুহাম্মদ আব্দুল আজিজ আল বু’আইনাইন।
ওয়াই নেট গ্লোবাল নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে জানানো হয় যে, দুর্ঘটনায় প্রাণ হারানো ও বেঁচে যাওয়া কূটনীতিকরা শার্ম আল শেখে আগামীকালের (সোমবার) গাজ্জা শান্তি চুক্তি সাক্ষর অনুষ্ঠানে কাতারের আমীরের আগমন উপলক্ষে নিরাপত্তা প্রটোকল নিয়ে কাজ করছিলেন। হতাহতদের মধ্যে হামাসের হয়ে মধ্যস্থতা চালিয়ে যাওয়া কাতারী প্রতিনিধি দলের একজন সদস্যও ছিলেন।
মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম আল কাহেরা নিউজ চ্যানেলের এক প্রতিবেদনে জানানো হয়, গাড়ির স্টিয়ারিংয়ে ত্রুটির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
অপরদিকে গাড়ি দুর্ঘটনায় কাতারের কূটনীতিক ও মধ্যস্থতাকারী দলের সদস্যের মৃত্যুতে টেলিগ্রামে শোক প্রকাশ করে একটি বিবৃতি দেয় ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন, নিহতদের জন্য মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
এছাড়া মিশর ও শাইখুল আজহার বা আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
সংবাদমাধ্যমের তথ্যমতে, আগামীকাল (সোমবার, ১৩ অক্টোবর) মিশরের শার্ম আল শেখে গাজ্জা শান্তি চুক্তি সাক্ষরের লক্ষ্যে একটি সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে আমেরিকা, কাতার, ফ্রান্স ও তুরস্ক সহ মোট ২০ টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। মিশরের প্রেসিডেন্ট সিসি ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যৌথভাবে এর সভাপতিত্ব করবেন। অপরদিকে যুদ্ধবিরতির প্রথম পর্যায় হিসেবে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও হামাসের মাঝে গাজ্জায় বন্দী বিনিময় শুরু হওয়ারও কথা রয়েছে।
সূত্র: আল জাজিরা, আনাদোলু