শুক্রবার, মে ৯, ২০২৫

আমরা প্রতিরক্ষা শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবো : এরদোগান

spot_imgspot_img

ইনসাফ | সোহেল আহম্মেদ


তুরস্কের প্রেসিডেন্ট ও মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা রজব তাইয়েব এরদোগান বলেছেন, আমরা তুর্কি প্রতিরক্ষা শিল্পকে আরও উন্নতি করবো এবং এ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবো যাতে অন্য কোন দেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করতে না হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের প্রতিরক্ষা জায়ান্ট এসেলসনের নতুন একটি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, আমরা প্রতিরক্ষা শিল্পকে সব ধরণের সহায়তা প্রদান অব্যাহত রাখব। তুরস্ক নিজেদের উৎপাদনের উপর নির্ভর করে প্রতিরক্ষা খাতে আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে।

তিনি আরো বলেন, ২০০২ সালের ৬২ টি ​​প্রতিরক্ষা প্রকল্প বেড়ে গিয়ে বর্তমানে ৭০০ তে দাঁড়িয়েছে। বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা সংস্থার মধ্যে তুরস্কের সাতটি সংস্থা রয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলিতে তুর্কি প্রতিরক্ষা সংস্থাগুলি ড্রোন এবং হেলিকপ্টার, জাহাজ, সাঁজোয়া গাড়ি, ইলেকট্রনিক ডিভাইস, অস্ত্র এবং অস্ত্রের যন্ত্রাংশ তৈরিতে ক্রমবর্ধমান জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img