বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

লোহিত সাগরকে রক্তের সাগরে পরিণত করতে চাইছে আমেরিকা ও ব্রিটেন : এরদোগান

মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দ্বারা ইয়েমেনে সিরিজ বোমা হামলার নিন্দা জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সেই সঙ্গে এই আক্রমণের ফলে লোহিত সাগরে রক্ত গঙ্গা বয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (১২ জানুয়ারি) ইস্তাম্বুলে জুম্মার নামাজের পর সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

এরদোগান বলেন, “প্রথমত এই ধরনের আক্রমণ সমানুপাতিক নয়। এগুলি সবই বল প্রয়োগের অসম ব্যবহার। এর মাধ্যমে তারা (যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য) লোহিত সাগরকে রক্তগঙ্গায় পরিণত করতে চায়।”

প্রসঙ্গত, গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের প্রতিবাদে ও ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের জন্য লোহিত সাগরে ইসরাইলের সাথে বাণিজ্য পরিচালনা করা বিভিন্ন জাহাজ লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনের হুথিরা। যার প্রতিশোধেই গত শুক্রবার খুব ভোরে ইয়েমেনে বিমান হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে ৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

এরদোগান আরো বলেন, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তুর্কি সরকার জানতে পেরেছে, ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ হামলা বেশ ভালোভাবেই প্রতিরোধ করেছে হুথিরা। শুধু তাই নয়, এর সঠিক জবাবও দিয়েছে সংগঠনটি।

সূত্র: ডেইলি সাবাহ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ