রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির চেষ্টা করছে আমেরিকা : বাইডেন

একটি বৃহত্তর চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় কমপক্ষে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আমেরিকা কাজ করছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, এই চুক্তিতে জিম্মিদের মুক্তির বিষয়টিও থাকবে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে পাশে নিয়ে বাইডেন এসব কথা বলেন।

বাইডেন বলেন, ইসরাইল ও হামাসের মধ্যে একটি জিম্মি চুক্তি নিয়ে আমেরিকা কাজ করছে, যা গাজ্জায় অবিলম্বে কমপক্ষে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং টেকসই শান্তি আনবে।

তিনি বলেন, মিশরীয় সীমান্তের কাছে দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের সুরক্ষিত করা দরকার। কারণ, ঘনবসতিপূর্ণ এই এলাকায় একটি স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরাইল। সেখানে ১০ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন এবং আটকা পড়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ