কাবুলে আফগান নিরাপত্তা বাহিনীর তৎপরতায় নস্যাৎ হলো আত্মঘাতী হামলা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নগর উন্নয়ন মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলার চেষ্টা করে ঘাতক সন্ত্রাসীরা।
মন্ত্রণালয় মুখপাত্র মুহাম্মদ কামাল আফগান বলেন, আজ মন্ত্রণালয়ে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চালায় ঘাতক সন্ত্রাসীরা। তবে কাঙ্খিত লক্ষ্যে গিয়ে বিস্ফোরণ ঘটানোর পূর্বেই হামলা নস্যাৎ করে দেয় আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নিরাপত্তা বাহিনীর গুলিতে ঘাতকের মৃত্যু হয়।
অপরদিকে স্বররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, কাবুলে নগর উন্নয়ন মন্ত্রণালয়ে হামলার চেষ্টাটি বহিরাগত উগ্র খারেজীদের নিত্যকার আত্মঘাতী হামলার অংশ ছিলো। যারা আফগানিস্তানকে অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে সহায়তা পেয়ে আসছে। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ঘাতকের মৃত্যু হয়। এই ঘটনায় আরো ৩জন আহত হয়।
এছাড়া স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ঘাতককে ধরাশায়ী করার পূর্বে মন্ত্রণালয় ভবনে একটি বিস্ফোরণ ঘটে। যে বিষয়ে কর্তৃপক্ষের তরফ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে একটি ব্যাংকেও আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। যেখানে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সর্বমোট ২৫ জন ব্যক্তি শাহাদাত বরণ করেছেন। যাদের অধিকাংশই তালেবান সদস্য।
সূত্র: আমু