বুধবার | ৩১ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইফতার পার্টি না করে সেই টাকায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র রমজান মাসে ইফতার পার্টি না করে সাধ্যমতো সেই টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ইফতার পার্টির যে টাকা সেই টাকা নিয়ে মানুষের পাশে দাঁড়ান।

আজ বুধবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভার সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মুহাম্মাদ মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী আজ একটি আবেদন জানিয়েছেন। ইতিমধ্যে তিনি ইফতার পার্টি না করার জন্য একটি সিদ্ধান্ত দিয়েছেন। তিনি বলেছেন যাঁরা যাঁরা আগ্রহী বা যাঁদের সাধ্য আছে, তাঁরা যেন তাঁদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ান।

প্রধানমন্ত্রী কৃষিভিত্তিক সমবায় গড়ে তুলতে নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, বঙ্গবন্ধুর সমবায় নিয়ে একটি স্বপ্ন ছিল। সেই স্বপ্নের আলোকে কৃষিভিত্তিক সমবায় গড়ে তুলতে তিনি কৃষি মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগকে নির্দেশনা দিয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ