শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

আহমদ শার’আর সাথে সাক্ষাত করলেন আন্তর্জাতিক মুসলিম উলামা ইউনিয়নের আলেমগণ

বিপ্লবোত্তর সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ শার’আর সাথে সাক্ষাত করলেন আন্তর্জাতিক মুসলিম উলামা ইউনিয়নের আলেমগণ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার এক খবরে একথা জানানো হয়।

এতে বলা হয়, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ শার’আর সাথে সাক্ষাত ও মতবিনিময়ের উদ্দেশ্যে গতকাল আন্তর্জাতিক মুসলিম উলামা ইউনিয়নের বিশেষ প্রতিনিধি দল দামেশক এসে পৌঁছেছেন। তাদের যথাযথ সম্মানের সাথে প্রেসিডেন্ট ভবনে নিয়ে আসা হয়।

বিশিষ্ট আন্তর্জাতিক স্কলার ও উলামাদের প্রতিনিধি দলটি প্রেসিডেন্ট ভবনে এসে পৌঁছলে আহমদ শার’আ নিজেই তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেন।

এছাড়া ঐতিহাসিক উমাইয়া জামে মসজিদেও গমন করেন তারা। উপস্থিত মুসল্লী ও জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

আগত প্রতিনিধি দলে থাকা বিশিষ্টজনেরা হলেন, তুরস্কের ধর্মমন্ত্রী শায়েখ ড. আলি এরবাশ, ইউনিয়নটির মহাসচিব শায়েখ ড.আলি আল কারাদাগী, শায়েখ মুহাম্মাদ আল হাছান বিন দিদো শানকীতি, বিশিষ্ট ইতিহাসবিদ শায়েখ ড. আলি আস-সাল্লাবী প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img